প্রাথমিকে বদলি শুরু বুধবার

Image

ডেস্ক,২৮ জুন ২০২২: দীর্ঘ দুই বছর পর প্রাথমিকে শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বুধবার।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অনলাইন বদলির উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (২৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই বদলি কার্যক্রম বুধবার ১০টায় উদ্বোধন করা হবে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহিবুর রহমান বলেন, এটাকে বদলি প্রক্রিয়ার শুরুর একটা অংশ (পাইলটিং) বলা যেতে পারে। অনলাইনে কীভাবে আবেদন দেবে, যাচাই-বাছাই হবে; ডিজিটালি এই বিষয়টিই দেখা হবে। এখানে অনলাইনে বদলির সুবিধা-অসুবিধাগুলো আমরা দেখবো। এরপর সারাদেশে উপজেলা পর্যায়ে বদলি চালু করবো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।