প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ১৬ তম নিবন্ধনকারীরা

শিক্ষাবার্তা

নিজস্ব প্রতিবেদক,২৫ এপ্রিল ২০২১ খ্রিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন ১৬তম নিবন্ধন পরীক্ষার ফল প্রত্যাশীবৃন্দ কেন্দ্রীয় কমিটি। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩০ মার্চ ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এমন সময় আমাদের মৌখিক পরীক্ষা চলছিল। কিন্তু চলমান লকডাউনে ৭ দিনের জন্য মৌখিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন ও ফলাফল ঘোষণার দাবি জানাই। কিন্তু এনটিআরসিএ অপরাগতা প্রকাশ করে। এছাড়াও শিক্ষামন্ত্রণালয় থেকে অনুমতি গ্রহণের কথা জানায়। যা অসম্ভব।

লিখিত আবেদনে তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-

১. দ্রুত সময়ের মধ্যে সরাসরি বা ভার্চুয়াল মাধ্যমে মৌখিক পরীক্ষা শেষ করা।

২. করোনা পরিস্থিতির কারণে আগের নিবন্ধনকারীদের বয়স ৩৫ করা হয়েছে। সেহেতু ৪৩তম বিসিএস এর আদলে আবেদনের সময় বৃদ্ধি করে ১৬তমদের চলমান গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা।

৩. ১ থেকে ১২তম নিবন্ধনকারীরা মৌখিক পরীক্ষা ছাড়াই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছে। সেহেতু ১৪তমদের আদলে আমাদেরকে সুযোগ দেওয়া।

৪. ১৬তমদের ক্ষেত্রে ইতোমধ্যে দুবছর অতিবাহিত হয়েছে। সময় বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে ফল ঘোষণা করে চলমান তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের সুযোগ দেয়া হোক

৫. ১৬ তম নিবন্ধনকারীদের সুযোগ দিলে কারো ক্ষতি নেই তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।