প্যানেল শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের আদেশ না মানায় রুল জারি

রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের বিগত ১৭/০৯/২০১৫ ইং তারিখের আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি আশীষ রঞ্জন দাস সমন্বয়ে গঠিত বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের প্রাথমিক শুনানী নিয়ে আজ মঙ্গলবার ( ০৭ ফেব্রুয়ারি) এই রুল জারি করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পলিসি ও অপারেশন পরিচালক এবং মুন্সিগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এই রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার মামলায় আবেদনকারীদের পক্ষে আইনজীবী হিসাবে শুনানী করেন এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া।

এ বিষয়ে এ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, গত ১৭/০৯/২০১৫ ইং তারিখে হাইকোর্ট উক্ত আবেদনকারীদের রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬০ দিনের মধ্যে নিয়োগের আদেশ দিলেও অদ্যবধি উক্ত আবেদনকারীদের নিয়োগ দেওয়া হয়নি তাই মুন্সিগঞ্জ জেলার মুসা কালিমুল্লাহ সহ ১০ জন মহামান্য হাইকোর্টে এই আদালত অবমাননার মামলা দায়ের করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।