পঞ্চম শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১। বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল?

ক. ৬০ ভাগ খ. ৭০ ভাগ

গ. ৮০ ভাগ ঘ. ৯০ ভাগ

উত্তর : ৮০ ভাগ

২। ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান কত?

ক. ১৫% খ. ২০%

গ. ২৫% ঘ. ৩০%

উত্তর : ২০%

৩। ‘ক’ একটি কৃষিপ্রধান দেশ। এর মোট জাতীয় আয়ে কৃষির অবদান ২০%। ‘ক’ দেশটির সঙ্গে কোন দেশের মিল রয়েছে?

ক. ভারত

খ. মালদ্বীপ

গ. ইন্দোনেশিয়া ঘ. বাংলাদেশ

উত্তর : বাংলাদেশ

৪। বাংলাদেশে কয় ধরনের ধান চাষ হয়?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

উত্তর : তিন

৫। ওয়াসিফা একটি কৃষিপ্রধান দেশে বাস করে। তার দেশের শতকরা ৮০ ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। সে কোন দেশটিতে বাস করে?

ক. ভারতে খ. বাংলাদেশে

গ. পাকিস্তানে ঘ. নেপালে

উত্তর : বাংলাদেশে

৬। বর্তমানে বাংলাদেশে উত্পাদিত ধান থেকে প্রতিবছর কত মেট্রিক টন চাল পাওয়া যায়?

ক. ২ কোটি ৪০ লাখ মেট্রিক টন

খ. ২ কোটি ৫০ লাখ মেট্রিক টন

গ. ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন

ঘ. ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন

উত্তর : ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন

৭। বাংলাদেশে কখন গম চাষ হয়?

ক. গ্রীষ্মকালে

খ. বর্ষাকালে

গ. শীতকালে

ঘ. বসন্তকালে

উত্তর : শীতকালে

৮। বাংলাদেশে গমের তৈরি খাদ্য ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। এর ফলে কী ঘটবে?

ক. গম চাষের প্রসার ঘটবে

খ. গমের উত্পাদন মূল্য বৃদ্ধি পাবে

গ. গমের চাহিদা হ্রাস পাবে

ঘ. গমের উত্পাদন মূল্য হ্রাস পাবে

উত্তর : গম চাষের প্রসার ঘটবে

৯। ওয়াসিফা এ দেশের উত্তরাঞ্চলে বাস করে। সেখানে কোন ফসলটির চাষ বেশি হয়?

ক. আলু খ. ধান

গ. ডাল ঘ. গম

উত্তর : গম

১০। সাধারণত এ দেশের কোন জেলাগুলোতে গমের চাষ বেশি হয়?

ক. উত্তর অঞ্চলে

খ. উত্তর ও পশ্চিম অঞ্চলে

গ. দক্ষিণ অঞ্চলে

ঘ. দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে

উত্তর : উত্তর ও পশ্চিম অঞ্চলে

১১। বাংলাদেশে প্রতিবছর কত মেট্রিক টন গম উত্পন্ন হয়?

ক. ৫ লাখ মেট্রিক টন

খ. ১০ লাখ মেট্রিক টন

গ. ১৫ লাখ মেট্রিক টন

ঘ. ২০ লাখ মেট্রিক টন

উত্তর : ১০ লাখ মেট্রিক টন

১২। বাংলাদেশে মোট গমের চাহিদা কত মেট্রিক টন?

ক. ১০ লাখ মেট্রিক টন

খ. ১৫ লাখ মেট্রিক টন

গ. ২০ লাখ মেট্রিক টন

ঘ. ২৫ লাখ মেট্রিক টন

উত্তর : ১৫ লাখ মেট্রিক টন

১৩। বাংলাদেশকে কত লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়?

ক. ২ লাখ মেট্রিক টন

খ. ৩ লাখ মেট্রিক টন

গ. ৪ লাখ মেট্রিক টন

ঘ. ৫ লাখ মেট্রিক টন

উত্তর : ৫ লাখ মেট্রিক টন

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।