পঞ্চম শ্রেণির পড়াশোনা ॥ বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান

  • মোঃ আনোয়ার হোসেন
  • সহকারী শিক্ষক
  • দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া।

মহাবিশ্ব

প্রশ্ন: দূরের বস্তুকে স্পস্টভাবে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর : অণুবীক্ষণ যন্ত্র।

প্রশ্ন: মহাবিশ্ব কি?

উত্তর : পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সীসমূহ, তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ এবং শূণ্যস্থান (মহাকাশ), এবং তাত্ত্বিক ভাবে নির্ধারিত যদিও তারা সরাসরি পর্যবেক্ষিত নয়; এমন সব কিছু মিলে যে জগৎ তাকেই বলা হয় মহাবিশ্ব।

প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

উত্তর : ৩,৮৪,৪০০ কি.মি.।

প্রশ্ন: আলো প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে?

উত্তর: ৩,০০,০০০

কি.মি.।

প্রশ্ন: চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে?

উত্তর: ১.৩ সেকেন্ড

প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কি?

উত্তর: মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়।

প্রশ্ন: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

উত্তর: প্রায় ১৫,০০,০০,০০০ কি.মি.।

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত মিনিট সময় লাগে?

উত্তর : প্রায় ৮ মিনিট।

প্রশ্ন : পৃথিবী সৌরজগতের কি?

উত্তর :একটি গ্রহ।

প্রশ্ন : কক্ষপথ কাকে বলে?

উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আর্বতন করে তাকে কক্ষপথ বলে।

প্রশ্ন : বার্ষিক গতি কাকে বলে?

উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।

প্রশ্ন : সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?

উত্তর: ৩৬৫ দিন ৬ ঘন্টা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।