নোবিপ্রবিতে ফেল করেও ভর্তির সুযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদ

Image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তিতে ২৫ শতাংশ নম্বর নিয়ে পোষ্য কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মানববন্ধন করেন তারা। এসময় তারা ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে যাওয়া বিশ্ববিদ্যালয়ের বাস আটকে দেন।

পোষ্য কোটাবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন। পোষ্য কোটার বিরুদ্ধাচারণ করে তারা বলেন, যেখানে একজন সাধারণ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ৩০ শতাংশ নম্বর প্রয়োজন হয় সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে ফেল করা একটা শিক্ষার্থীকে পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়?

পোষ্য কোটা ছাড়াও নতুন বিভাগ খোলার বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নোবিপ্রবির শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস প্রদান করলে ফিরে যান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমরা পূর্বে ৩০ শতাংশ নম্বরে পোষ্য কোটায় কয়েকজন ভর্তি করাতাম। কিন্তু গুচ্ছের ফলে পোষ্য কোটায় আমরা শিক্ষার্থী পাচ্ছি না ভর্তি করানোর জন্য। সর্বোচ্চ দুই থেকে তিনজন ভর্তি হবে এই কোটায়। তাই আমরা নম্বর কমিয়ে দিয়েছি। এখন যেহেতু শিক্ষার্থীরা দাবি তুলেছে এ বিষয়ে তাই আমরা ভর্তি কমিটির সাথে কথা বলে নতুন করে সিদ্ধান্ত নেব। আপাতত আগামীকালকের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ২৫ শতাংশ নাম্বার নিয়ে পোষ্য কোটায় ভর্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফেল করেও বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।