দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস

Image

ডেস্ক,৮ জানুয়ারী ২০২৩: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আও কয়েক দিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আজ রোববার (০৮ জানুয়ারি) এ পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। যশোরে কদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। কনকনে শীত ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা নিম্নমুখী। তাপমাত্রা আরও নেমেছে রোববার। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাচ্ছন্ন এলাকায় দৃষ্টিসীমা ১০০ মিটারের মতো। এতে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি।

আরো পড়ুন:ফারদিন হত্যা মামলায় বুশরার জামিন

উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতও বাড়ছে। এ অবস্থায় দুর্ভোগে সব শ্রেণির মানুষ। যশোরে চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিন বিরাজ করতে পারে। প্রচণ্ড ঠান্ডার কারণে বেড়েছে জ্বর, সর্দি ও কাশির মতো শীতজনিত রোগ।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহাবুবুর রহমান বলেন, প্রতিদিনই রোগী বাড়ছে। সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা হাসপাতালে আসছেন। শিশুদের গরম কাপড়ে রাখা ও গরম খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।