দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথমবারের মতো বই দেবে এনসিটিবি

এবারই প্রথমবারের মতো প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনা মূল্যে ব্রেইল বই ছাপিয়ে দিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাশাপাশি প্রথমবারের মত প্রাথমিকভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি ভাষার বই দেওয়া হচ্ছে।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী থানার মাতুআইল এলাকায় এনসিটিবির বিনা মূল্যের পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, আগামী ১৫ দিনের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এনসিটিবি কর্তৃক প্রকাশিত বই পৌছে যা্বে। এবছর আমরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রথম থেকে নবম শ্রেণিতে মোট ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিতরণ করছি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।