দুর্নীতির অভিযোগে ফমেকের অধ্যক্ষসহ দুই চিকিৎসক সাময়িক বরখাস্ত

Healthবিশেষ সংবাদদাতা:আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) অধ্যক্ষ ও ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক প্রকল্প পরিচালক ডা. আ স ম জাহাংগীর চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

একই অপরাধে ফমেকের ডেন্টিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গণপতি বিশ্বাসকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ডা. আ স ম জাহাংগীর  চৌধুরী ও ডা. গণপতি বিশ্বাস হাসপাাতালের ১৬৬টি যন্ত্রপাতি ডিপিপির (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) এর চেয়ে অনেক বেশি দামে ক্রয় করায় সরকারি ক্রয় নীতি ২০০৬ ও ২০০৮ লঙ্ঘিত হয়। ফলে চরম আর্থিক অনিয়ম হয়েছে।

অনিয়মের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও তা প্রমাণিত হয়। এ কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি খোরপোষ পাবেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।