দামুড়হুদা ঠাকুরপুরে স্বামী আব্দুল মজিদের বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

শিক্ষাবার্তা.কম,চুয়াডাঙ্গা প্রতিনিধি:  দামুড়হুদার কুড়–লগাছী ইউনিয়নে ঠাকুরপুর গ্রামে যৌতুকের দাবিতে জাকিয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয় স্ত্রীকে হত্যার পর স্বামী আব্দুল মজিদ একটি পরিত্যাক্ত ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্দুল মজিদ তার দ্বিতীয় স্ত্রী জাকিয়া খাতুনের কাছে যৌতুকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরপর স্বামী আব্দুল মজিদ ও সতীন মায়া খাতুন তাকে নির্যাতন করে হত্যা করে। পরে তাকে  পার্শ্ববর্তী পরিত্যাক্ত ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। বেলা ১১ টায় এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দামুড়হুদা থানা পুলিশে  খবর দেয়।    নিহতের পিতা আফসার আলী জানান, তার মেয়েকে যৌতুকের দাবীতে নির্যাতন করে হত্যা করেছে জামাতা আব্দুল মজিদ ও তার ১ম স্ত্রী মায়া খাতুন।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘঁটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।