দামুড়হুদার ডাকাতি শেষে বোমা নিক্ষেপ

দামুড়হুদা(চুয়াডাঙ্গা) সংবাদদাতা: চুয়াডাঙ্গা দামুড়হুদার ভোগিরথপুরে ডাকাতি শেষে বোমা নিক্ষেপ করেছে এক দল ডাকাত। গতরাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদার ভগিরতপুরে ব্রিজপাড়ার এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভোগিরথপুর  ব্রিজমোড়ের আনুমানিক সাড়ে ৯টার দিকে মৃত ইছাহক আলীর ছেলে আশাবুল দোকান বন্ধ বাড়ি ফিরছিলেন । এ সময় ১০/১২ জনের একদল ডাকাত আসাবুলকে অপহরণের অপচেষ্টা চালায়। তার নিকট থেকে ডাকাতদল অস্ত্রের মুখে নগদ  ৮ হাজার টাকা ডাকাতি করে। কিছুক্ষনের মধ্যেই ডাকাতির খবর গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের মসজিদের মাইক থেকে ডাকাত প্রতিহত করার ঘোষণা দেয়া মাত্রই গ্রামের সাধারণ মানুষ সংগঠিত হয়ে রাস্তায় নামেন। অবস্থা বেগতিক দেখে ডাকাতদল ভাইলাইপুর-লক্ষ্মীপুর সড়কের ভোগিরথপুর ব্রিজের নিকট পরপর তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। স্থানীয়রা বলেছে, এলাকায় পুলিশ ফাঁড়ি রয়েছে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই আশরাফুল।
এস কে দাস

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।