ঢাবি উপাচার্যের সঙ্গে ফ্রান্সের ভূ-প্রকৃতিবিদের সাক্ষাৎ

ঢাবি : ফ্রান্সের পল সাবাটিয়ের ইউনিভার্সিটির গবেষণা পরিচালক ও উর্দ্ধতন গবেষক বিশিষ্ট ভূ-প্রকৃতিবিদ স্টিফান ক্যালমান্ট আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পল সাবাটিয়ের ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভূ-প্রকৃতি ও সমুদ্র বিদ্যা বিষয়ক শিক্ষা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিনিময় কার্যক্রমের সম্ভাব্যতা নিয়ে তারা মতবিনিময় করেন।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় অতিথিকে ধন্যবাদ জানান।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।