প্রধান শিক্ষক সমিতি” এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির “ঈদ পূনর্মিলনী”সভা

head teacher monoনিজস্ব প্রতিবেদক: ১০ম গ্রেড ও করেসপন্ডিং স্কেলসহ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২য় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা এর পূর্নাঙ্গ বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের একমাত্র সংগঠন বাসপ্রাবিপ্রশি সমিতির “ঈদ পরবর্তী পূনর্মিলন” সভা আগামী ২৯ জুলাই মিরপুরের জাহানাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে এস,এম সাইদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্পতিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপিতে বলা হয়, আগামী ২৯ জুলাই সকাল ১০ টাই সকল উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রিয় কমিটির প্রশিনেতৃবৃন্দের পরস্পরের পরিচিতি সভা,  প্রশিদের ১০ম গ্রেডসহ করেসপন্ডিং স্কেল আদায়ে সমিতির পরবর্তী করনীয় নির্ধারন এবং পূর্ণাঙ্গ কেন্দ্রিয় মূল কমিটি ও স্ট্যান্ডিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তূতিমূলক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

“ঈদ পরবর্তী পূনর্মিলন সভা সম্পর্কে খুলনা বিভাগের আহবায়ক স্বরুপ দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন সারা দেশের প্রধান শিক্ষকদের একমাত্র সংগঠন বাসপ্রাবিপ্রশি সমিতি প্রধান শিক্ষকদের অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান শিক্ষকদের ২য় শ্রেণির পূর্নাঙ্গ ২য় শ্রেণির মর্যাদা না পাওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে।
সমিতির  মুখপাত্র খাইরুল ইসলাম  সকল পর্যায়ের প্রশি নেতৃবৃন্দের পাশাপাশি দেশের অধিকার সচেতন সকল প্রধান শিক্ষককে উক্ত সভায় আমন্ত্রনের পাশাপাশি সমিতিকে বেগবান করার আহবান জানান।
এছারা সিনিয়ার যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, সিলেটের আহবায়ক আবুল হোসেন, খুলনার আহবায়ক স্বরুপ দাস, চট্রগ্রামের আহবায়ক রঞ্জিত কুমার,বরিশালের আহবায়ক শাহ আলম তার নিজ নিজ বিভাগের সকল প্রধানশিক্ষককে ২৯ জুলাইয়ের সভাই যোগ দিতে বিণীত অনুরোধ করেছেন।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।