ঢাবি উপাচার্যের সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

2ঢাকা: দক্ষিণ কোরিয়ার টিপি গ্লোবাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সং কি বং-এর নেতৃত্বে ২-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার বিকেলে উপাচার্যের কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন -ইয়ন কিউন জুন। এসময় ইনিসফ্রি আইটি সোর্সের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ সুমন, হোম ডেভেলাপার্স লিমিটেডের চেয়ারম্যান মো. গোলাম শরফুদ্দিন সাগর এবং টিপি গ্লোবাল কোম্পানি লিমিটেডের বাংলাদেশ প্রতিনিধি আবদুর রহিম ও শেখ হারুন-উর-রশিদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা নতুন প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্পিনিং হুইল জেনারেটিং সিস্টেম অব ইকো এনার্জি’ শীর্ষক প্রকল্প স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং ক্যাম্পাসকে ইকো এনার্জি সিস্টেমের আওতায় আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশের জন্য কোরিয়ান অতিথিদের ধন্যবাদ জানান।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।