ঢাবির ভর্তি পরীক্ষা ১ অক্টোবর থেকে শুরু

ঢাবি-শিক্ষাবার্তা

আগামী ১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা শুরু। ওই দিন “ক” ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

আরো খবরঃ গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়বাদী দর্শন পৃথিবীতে শান্তি আনতে পারে’

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য বলেন, এই প্রথমবারের মতো রাজধানীর বাইরেও পরীক্ষার কেন্দ্র থাকবে। প্রতিটি বিভাগের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসাধু পন্থা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

উপাচার্য জানান, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা। ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট) অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। “চ” ইউনিট ছাড়া বাকি ৪ ইউনিটেই এমসিকিউ ৬০ আর লিখিত লিখিত পরীক্ষায় ৪০ নম্বর থাকবে

এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন ৭ হাজার ১৪৮টি। এর বিপরীতে আবেদন করেছেন, ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। প্রতি আসনের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা ৪৫ জনের বেশি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।