ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ১৬ অক্টোবর

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ অক্টোবর সশরীরে ক্লাস-পরীক্ষা শুরুর সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

বিশ্ববিদ‌্যালয়ের স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের মধ‌্যে যারা করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে আগামী ১০ অক্টোবর থেকে আবাসিক হলে উঠতে পারবেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন হোস্টেলের ওয়ার্ডেন এবং প্রক্টর উপস্থিত ছিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।