ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘আই এডুকেশন’

Image

এডুটেক প্লাটফর্ম হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলো আই এডুকেশন। ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের নিয়ে “শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার”- এর আয়োজন করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ড. মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত সেশনে আই ইডুকেশনের বিভিন্ন কোর্স থেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে প্রায় ৪০০ এরও বেশি শিক্ষার্থী৷

আই ইডুকেশনের প্রধান নির্বাহী পরিচালক সিদ্দিকী মহসীন পাটওয়ারীর সভাপতেত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের এডিসি রাহুল পাটোয়ারি। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রভাষক রাজিব হোসেন।

এসময় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন প্রতিবন্ধকতা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্পগুলো তুলো ধরে এবং একই সাথে তাদের স্বপ্নপূরণে আই ইডুকেশনের অবদানকে কৃতজ্ঞতাভরে স্মরণ করে৷

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সুভ্যেনিয়র ও টি-শার্ট বিতরণ করা হয়। এছাড়া তাদের জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে ছিল একটি যুগোপযোগী ক্যারিয়ার সেমিনার। সেমিনারে দেশসেরা বিসিএস ক্যাডার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপস্থিত থেকে একটি ইন্টার‍্যাকটিভ সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের দ্বার খুলে দেন ও তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় ও যুগোপযোগী দিকনির্দেশনা দেন৷

উল্লেখ্য, কোনো এডুটেক প্লাটফর্মের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এমন অভিনব সংবর্ধনা অনুষ্ঠান এবারই প্রথম৷ অনলাইন শিক্ষায় দেশসেরা সার্ভিস নিশ্চিত করা এডুকেশন টিম ব্যক্ত করে যে, সামনের বছরগুলোতেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে সেরা সার্ভিসটি নিয়ে হাজির হবে যা হাজারো শিক্ষার্থীদের দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নকে পূরণ করবে৷

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।