জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

Image

ডেস্ক,২৬ অক্টেবর: র্ণিঝড় সিত্রাং-এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত প্রতিষ্ঠানগুলোর স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স, ২০২১ সালের অনার্স ১ম বর্ষ এবং ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী—

২০২১ সালের অনার্স ১ম বর্ষের  বাংলা, ইংরেজি, আরবী, সংস্কৃত,
ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, সংগীত পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ-রসায়ন, উদ্ভিদবিজ্ঞান,
প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, নৃ-বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান,সমাজকর্ম, অর্থনীতি,মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং,
হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২৫ অক্টোবরের পরীক্ষা ৩০ অক্টোবর (রবিবার) দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।

• ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের ২৫ অক্টোবরের পরীক্ষা ৩০ অক্টোবর (রবিবার) দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।

• ২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন ও পুরাতন সিলেবাস) ব্যাচের  ২৫ অক্টোবরের গণিত পরীক্ষা ৩০ অক্টোবর (রবিবার) দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।