ছাতার রং কালো কেন?

Image

বৃষ্টিতে ভিজলে হতে পারে সর্দি কাশি জ্বরসহ নানা রোগ। আবার গরমের দিনে তীব্র রোদে পুড়তে পারে শরীর। তাই প্রায়ই সময় ছাতা আমাদের নিত্যসঙ্গী। বাজারে কিছু বাহারি রঙের ছাতা পাওয়া গেলেও বেশিরভাগ ছাতার রং কালো। কিন্তু আমাদের মনে কী এমন প্রশ্ন কখনো জেগেছে ছাতার রং কালো হবার বিশেষ কি কোনো কারণ আছে?

হ্যাঁ, কারন অবশ্যই আছে। সূর্যের সাদা আলোর মাঝে লুকিয়ে থাকে সাতটি রং। এগুলো হলো-বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এদেরকে সংক্ষেপে বলে বেনিয়াসহকলা।

কলো রঙের রয়েছে এ সাতটি রং শোষণ করার ক্ষমতা। কালো বাদে বাকি অন্য কোনো রং সূর্যের সব রং এভাবে শোষণ করতে পারে না। যার ফলে কালো কাপড় সূর্যের সব রং শোষণ করে খুব দ্রুতই গরম হয়ে ওঠে। এরপর সেই শোষণ করা তাপ আবার খুব দ্রুত বাতাসে ছেড়ে দেয়। এভাবে কালো কাপড় তাপ শোষণ করে আর ছাড়ে।

এ কারণে রোদের দিন কালো ছাতা মাথার উপর থাকলে আমাদের গায়ে সূর্যের তাপ অনেক কম লাগে। আর এভাবে সূর্যের সব রং শোষণ করতে পারে বলেই বেশির ভাগ ছাতার রং কালোই হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।