চূড়ান্ত হলো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

Image

শেষ হয়ে গেলো আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। জমজমাট আফ্রিকান অঞ্চলের লড়াইয়ের পর শেষ ও ২০তম দল হিসেবে টিকিট কাটলো উগান্ডা। বৃহস্পতিবার রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপ নিশ্চিত করলো তারা। এই অঞ্চল থেকে নামিবিয়ার সাথে বিশ্বকাপে যোগ দিচ্ছে উগান্ডা।

আরো পড়ুন: প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে উগান্ডার ইতিহাস

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। আগামী ৪ থেকে ৩০ জুন চলবে এই মহাযজ্ঞ।

স্বাগতিক হওয়ার সুবাদে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ আগেই বিশ্বকাপ নিশ্চিত করে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আট দল তাদের সাথে যোগ দেয়। তারা হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিং বিবেচনায় আফগানিস্তান ও বাংলাদেশও কাটে টিকিট।

পরে বাছাইয়ের ভিত্তিতে আরো আট দল পর্যায়ক্রমে চূড়ান্ত হয়। আমেরিকান বাছাই খেলে কানাডা, এশিয়ান বাছাই থেকে নেপাল, ওমান, পূর্ব এশিয়া-প্যাসিফিক বাছাই খেলে পাপুয়া নিউগিনি, ইউরোপ থেকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের আফ্রিকার নামিবিয়া ও উগান্ডা জায়গা চূড়ান্ত করলো।

এই টুর্নামেন্টে নকআউটের আগে দুই ধাপের খেলা হবে। পাঁচ দলের চারটি গ্রুপে হবে প্রথম রাউন্ড। সেখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে হবে সুপার এইট, এই ধাপে দুটি গ্রুপ হবে চারটি করে দল নিয়ে। প্রতি গ্রুপের সেরা দুটি করে দল পাবে সেমিফাইনালের টিকিট।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।