চুরির অপবাদ দিয়ে স্কুলছাত্রকে নির্যাতন,ভিডিও ভাইরাল

Image

যশোরের ঝিকরগাছায় চুরির অপবাদ দিয়ে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, গলায় গামছা দিয়ে টেনে-হিঁচড়ে চার-পাঁচজন যুবক ওই স্কুলছাত্রকে একটি কুলখেতে নিয়ে যান। সেখানে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি মারতে থাকেন। স্কুলছাত্র আকুতি জানালেও তারা থামেননি।

নির্যাতিত ছেলের বাবা জানান, ১৮ অক্টোবর দুপুরে দোকান থেকে ছেলে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে হাজিরবাগ গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে আলম ও আবুল কালাম আজাদ ওরফে আনন্দের ছেলে সেতু তার গতিরোধ করেন। এসময় চুরির অপবাদ দিয়ে তাকে গামছা দিয়ে বেঁধে পাশের কুলখেতে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। অভিযুক্তরা ক্ষমতাধর হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। তার ছেলে বাড়িতে চিকিৎসাধীন আছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় এখনো কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।