চুয়াডাঙ্গায় অতিভারী বর্ষণ: চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

Image

চুয়াডাঙ্গায় অতিভারী বর্ষণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার নিম্নাঞ্চল ও রাস্তাঘাট। চলতি মৌসুমের রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে এ জেলায়।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে বৃষ্টি শুরু হয়ে শুক্রবার বেলা ১২ টা পর্যন্ত ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বেলা ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ১২ মিলিমিটার বেড়ে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আরও ১৬ মিলিমিটার বেড়ে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা এ জেলায় ২৪ ঘন্টার হিসেবে চলতি মৌসুমের সর্বোচ্চ পরিমান বৃষ্টিপাত।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।