চাকরিতে বয়স বাড়ছে না: প্রধানমন্ত্রী

ঢাকা: প্12রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে একথা জানান তিনি।

দীর্ঘ দিন ধরে ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীরা চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে রাজপথে আন্দোলন করে আসছিল। প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে তা সমাপ্তি ঘটলো বলে মনে করা হচ্ছে।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল  ইসলাম ওমরের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এখন আর সেশনজট নেই, ২৩ বছরেই ছেলে-মেয়েরা মাস্টার্স শেষ করতে পারছে। এরপরেও ৩০ বছর পর্যন্ত সময় রয়েছে। তাদের জন্য যথেষ্ট সময় রয়ে গেছে। এরপর আসলে আর কেউ যুবক থাকে না, প্রৌঢ় বা মধ্য বয়সী হয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা ক্ষেত্রে সেশনজট দূর করেছে। এখন আর কোনো সেশনজট নেই। ছাত্র-ছাত্রীরা সময়মতো পড়াশুনা করতে পারছে। তাই ৩০ বছরই যথেষ্ট, ৩০ বছরের বেশি হলে তখন বলতে হবে মধ্য বয়সীদের চাকরি দিতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।