চবিতে পাসের চেয়ে ফেল বেশি

Image

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ১৩ হাজার ৫৭ জন। আর ফেল (অকৃতকার্য) করেছেন ২৬ হাজার ৭১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পাসের শতকরা হার ৩২ দশমিক ৮৩ শতাংশ।

শনিবার (২৭ মে) রাত সোয়া ৮টায় ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ফল দেখা যাচ্ছে।

এ ব্যাপারে ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘ডি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে ১৩ হাজার ৫৭ জন পাস করেছেন।

প্রসঙ্গত, গত ২২ ও ২৩ মে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ১০০ নম্বরের বহুনির্বাচনি পদ্ধতিতে পরীক্ষা হয়। জিপিএর ওপর যোগ করা হয় আরও ২০ নম্বর। মোট ১২০ নম্বরের ওপর ফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।