চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১৯ অক্টোবর

Image

শিক্ষার্থীর অন্তত এক ডোজ করোনার টিকা নেওয়া সাপেক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে।

রবিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৯ অক্টোবর থেকে সব বিভাগে সশরীরে ক্লাস শুরু হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন করা হয়েছিল। জরুরি ভিত্তিতে হয়তো ৫-৭ হাজার টিকা পাবো। হাটহাজারী বা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে এগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয় খোলার আগে সবার টিকা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হওয়ায় ওইদিনের ঈদে মিলাদুন্নবীর ছুটি পরদিন ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।