কোটা সংস্কারের দাবিতে গলায় সনদ ঝুলিয়ে রাস্তা ঝাড়ু

ইবি প্রতিনিধি: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গলায় সনদপত্র ঝুলিয়ে রাস্তা ঝাড়ু দেয়া কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার বেলা ১১টায় সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ ইবি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ক্যাম্পাস সূত্রে, রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশ থেকে গলায় সনদপত্র ঝুলিয়ে রাস্তা ঝাড়ু দেয়া শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর ও ডায়না চত্বরের রাস্তা ঝাড়ু শেষে তারা একই স্থানে এসে মিলিত হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে পাঁচ দফা দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কৌশিক রাহাত, শারমিন সুলতানা, সূচনা আক্তারসহ আরো অনেকে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘এক দেশে দুই নীতি চালু থাকায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন মিথ্যা হতে বসেছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কোটা থাকার কারণে কোটাধারীরা যে কোনো সরকারি চাকুরিতে নিয়োগ পাচ্ছেন। অপরদিকে দেশের শত শত মেধাবীরা কোটা বৈষম্যের শিকার হয়ে বেকারত্বে ভোগছেন। তাই যতক্ষণ পর্যন্ত কোটার সংস্কার না হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।