কারিগরি বোর্ড থেকে বৃত্তির টাকা নেয়ার নির্দেশ শিক্ষার্থীদের

Image

নিজস্ব প্রতিবেদক | ১৫ জানুয়ারি, ২০২৩:
কারিগরি শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি পেয়েও যেসব শিক্ষার্থী টাকা পাননি শিক্ষার্থীদের অনেকে। ২০২২ খ্রিষ্টাব্দের মেধাবৃত্তির তালিকায় নাম থাকার পরও যেসব শিক্ষার্থী বৃত্তি টাকা গ্রহণ করেননি তাদের আগামী ১৯ জানুয়ারির মধ্যে বোর্ডে এসে টাকা নিতে বলা হয়েছে।

শিক্ষার্থীসহ তার মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রসহ বোর্ডের এসে সচিবের দপ্তর থেকে বৃত্তির টাকা নিতে প্রতিষ্ঠান প্রধানদের বলেছে কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি-২০২২ পাওয়া যেসব ছাত্র-ছাত্রী তালিকায় নাম থাকা সত্ত্বেও বৃত্তি গ্রহণ করেননি সেসব শিক্ষার্থী আগামী ১৯ জানুয়ারির মধ্যে বোর্ডের সচিবের দপ্তর থেকে মেধাবৃত্তি গ্রহণ করতে পারবেন। এজন্য মূলরেজিস্ট্রেশন কার্ড, মূল প্রবেশপত্রসহ বোর্ডে ছাত্রছাত্রী স্বশরীরে উপস্থিত হয়ে মেধাবৃত্তি গ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  

বোর্ড আরও জানিয়েছে, ১৯ জানুয়ারির পর মেধাবৃত্তির দাবি করার সুযোগ থাকবে না। 

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।