কারিকুলামে বাল্যবিয়ে রোধ অন্তর্ভুক্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

Image

অনলাইন ডেস্ক,৬ ডিসেম্বর ২০২১ঃ
কারিকুলামে বাল্যবিয়ে রোধ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সোমবার (৬ ডিসেম্বর) কুড়িগ্রামের রাজারহাট হ্যালিপ্যাড মাঠে রাজারহাট উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আরো পড়ুনঃ প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ফাঁস

জাকির হোসেন বলেন, ‘বাল্যবিয়ে রোধে স্কুল কারিকুলামে বিষয়টি তুলে ধরতে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যাতে বাল্যবিয়ে না দিলে সুফলটা কী হবে তা বাচ্চাদের সুন্দরভাবে বোঝানো যায়।’

আরো পড়ুনঃ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ইএমআইএস সেবা সাময়িক বন্ধ

প্রতিমন্ত্রী বলেন, ‘বাল্যবিবাহ সমাজের অভিশাপ। এটি নারীর বিকাশ ও স্বাবলম্বী হওয়ার বড় একটি বাধা, যা দেশের অগ্রগতির অন্তরায়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনও দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজকে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্ত করতে বিরামহীন প্রয়াস অব্যাহত রেখেছে সরকার।’

অনুষ্ঠানে জাকির হোসেন বলেন, ‘সরকার ন্যাশনাল হেল্প লাইন ১০৯ ও ৯৯৯ চালু করেছে, এই সংখ্যাটি আবার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সব বইয়ের পেছনে প্রিন্ট করে দেওয়া হয়েছে। যাতে বাল্য বিয়ে যেখানে হবে অথবা নারী নির্যাতন হবে, তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এর সুফলও এখন পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মেয়েরা এখন নিজেরা নিজেদের বিয়ে বন্ধ করছে এবং এ জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছে।’

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম প্রমুখ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।