কমলো সরকারি কর্মকর্তাদের গাড়ির তেলের বরাদ্দ

Image

নিজস্ব প্রতিবেদক,২২ জুলাই ২০২২:

সংকটময় পরিস্থিতিতে ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ ২০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে সরকার।

আরো খবর: সিটিজেন ব্যাংকে নিয়োগ

অর্থ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের গাড়ি ব্যবহারে পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট বাবদ বরাদ্দের ৮০ শতাংশের বেশি খরচ করা যাবে না। এ খাতে বেঁচে যাওয়া অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। এছাড়া, বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে।

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস জানিয়েছিলেন, সরকারি সব অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ এবং জ্বালানি খাতে বাজেট বরাদ্দের ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।