এমন সম্মান ক্রিকেট জীবনে পাননি, এবার মোদীর থেকে তাই পেলেন যুবি

জাতীয় দলে জায়গা পাননি যুবরাজ সিংহ। তা নিয়ে যে আক্ষেপ ছিল যুবির, তা অনেকটাই সম্ভবত মিটে গিয়েছে এই ঘটনার পরে। স্বয়ং প্রধানমন্ত্রীর থেকে এমন সম্মান তিনি পেলেন, যা ক্রিকেট জীবনে এর আগে পাননি।

কী সেই সম্মান?

নরেন্দ্র মোদীর থেকে সম্প্রতি একটি চিঠি পেয়েছেন যুবরাজ। এই চিঠির আগাগোড়াই লেখা হয়েছে ক্যানসারজয়ী ক্রিকেটারকে প্রশংসা করে। যুবরাজের চ্যারিটি ওয়ার্ক দেখে আপ্লুত মোদী। ভারতীয়দের জন্য যুবরাজ এক প্রেরণা বলেই মনে করেন তিনি।। এই ভাল কাজ চালিয়ে যাওয়ার কথাও যুবরাজকে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, যুবরাজের সংস্থা ‘ইউ উই ক্যান ফাউন্ডেশন’ বিভিন্ন সমাজ কল্যানমূলক কাজ করে। সেই কাজকেই যেন স্বীকৃতি দিল এই চিঠি।

প্রসঙ্গত, জাতীয় দলে যুবরাজের জায়গা না হওয়া নিয়ে যথেষ্টই জলঘোলা হয়েছে। শ্রীলঙ্কা সফরের আগেই নির্বাচকরা জানিয়েছিলেন, যুবরাজকে বিশ্রাম দেওয়া হচ্ছে। সেই নিয়ে কিছুটা হতাশ ছিলেন যুবিও। তবে প্রধানমন্ত্রীর চিঠি যে তাঁর আক্ষেপ মিটিয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।