এবার আন্দোলনে যাচ্ছে প্রাথমিকের প্রধান শিক্ষকরা

শিক্ষাবার্তা ডে1440846878স্ক: দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি ও সমাপনী পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁমকি দিয়েছেন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকরা।বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকার দাবি বাস্তবায়ন না করলে লাগাতার কর্মবিরতি ও সমাপনী পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষকদের দাবিগুলো হচ্ছে-৮ম বেতন কাঠামোতে গ্রেড ও টাইল স্কেল পুর্নবহাল, প্রধানমন্ত্রী ঘোষিত দ্বিতীয় শ্রেণির মর্যাদা বাস্তবায়ন, ১০ গ্রেডে প্রধান শিক্ষকদের অন্তভুর্ক্ত করা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।