এনটিআরসিএ উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে এসএমএস

চতুর্থ গণবিজ্ঞপ্তি:

নিজস্ব প্রতিবেদক,২২ অক্টোবর ২০২১ঃ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিভিন্ন নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে একটি নির্দিষ্ট ইমেইলে লগিন করতে বলা হচ্ছে। যদিও বিষয়টি এনটিআরসিএ নিজেরাই জানেনা।

আরো পড়ুনঃ হোমিওপ্যাথিতে ডিপ্লোমা পাশেই মেডিকেল কলেজের সনদ!

জানা গেছে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে এনটিআরসিএর বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানো হচ্ছে। এতে প্রার্থীদের নাম, রোল নম্বর, ইমেইল উল্লেখ করে https://mail.ntrca.gov.bd/ ওয়েবসাইটে লগিন করতে বলা হচ্ছে।

শুধু নিবন্ধিত প্রার্থীর মুঠোফোনেই নয়; অনেক অনিবন্ধিত প্রার্থীর মুঠোফোনেও একই ধরনের এসএমএস পাঠানো হয়েছে। অনেকের এসএমএসে নামের বানান ভুল লেখা হয়েছে। এমনকি অনেকের রোল নম্বরও ভুল পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে শুক্রবার (২২ অক্টোবর) সকালে এনটিআরসিএর একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কেউ প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানোর বিষয়ে কিছু জানাতে পারেননি। তারা সকলেই ইমেইলটিতে এখনই লগিন করতে নিষেধ করেছেন। অফিস খোলার পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন শিক্ষাবার্তাকে বলেন, প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানোর বিষয়টি রবিবার জানাতে পারবো। এর আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব হবে না।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।