উদ্ধার হয়নি বিবস্ত্র করে ভিডিও ধারণের ফোন, মেলেনি সিসিটিভির ফুটেজও

Image

ইবি প্রতিনিধ,১১ মার্চ ২০২৩: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থী ফুলপরী খাতুনকে র‍্যাগিংয়ের নামে নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় যে মোবাইল ফোনে, সেই ফোনটি এখনও পাওয়া যায়নি। মেলেনি দেশরত্ন শেখ হাসিনা হলের ওই সময়ের সিসিটিভি ফুটেজও।

ছাত্রলীগ কর্মী হালিমা খাতুন উর্মীর ফোনে ভিডিওটি আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেছেন, ‘মোবাইল ফোন শয়তানি করে পানিতে ফেলে দিলে কীভাবে উদ্ধার হবে।’

আরো পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

ওই ফোনটি উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। পুলিশ জানিয়েছে, হারানো মাল যে প্রক্রিয়ায় উদ্ধার করা যায় সেভাবে চেষ্টা করছেন তারা। সিসিটিভি ফুটেজও উদ্ধারের চেষ্টা হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ করেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

পরে আইনজীবী গাজী মো. মুহসীনের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতির রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। এরপর মোট চারটি তদন্ত কমিটির প্রতিবেদনে নির্যাতনের প্রমাণ মেলে। পরে উচ্চ আদালত নির্যাতনকারী ৫ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, ফুলপরীকে বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের হলে তুলে নিরাপত্তা দেয়া ও যে মোবাইল দিয়ে বিবস্ত্র ভিডিও ধারণ করা হয়েছিল তা খুঁজে বের করে ফুটেজ মুছে ফেলার আদেশ দেয়।

এরই পরিপ্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠক হয়। সেখানে নির্যাতনকারী ৫ শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, কর্মী তাবাসসুম ইসলাম, হালিমা খাতুন উর্মি, ইসরাত জাহান মিম ও মোয়াবিয়া জাহানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘নির্যাতনের ঘটনায় ওই শিক্ষার্থীদের কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিধিবিধান অনুসরণ করে চূড়ান্ত ব্যবস্থা নেয়ার জন্যই এ নোটিশ দেয়া হয়েছে। ১৫ মার্চের মধ্যে তারা জবাব দিলে পরবর্তী ছাত্র শৃঙ্খলা মিটিংয়ে উপস্থাপন করা হবে।’

প্রক্টর বলেন, ‘আমরা গত ৬ মার্চ উচ্চ আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনার কপি হাতে পেয়েছি। এরপর তাতে যে নির্দেশনাগুলো দেয়া আছে সবগুলো পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা হয়েছে। গত ৭ মার্চ মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবি থানার ওসি বরাবর লিখিত চিঠি দেয়া হয়েছে।

‘পরে থানা থেকে ওই শিক্ষার্থীর বেশকিছু তথ্য চাওয়া হয়। কিন্তু ৮ তারিখ শবে বরাতের ছুটি এবং বৃহস্পতি ও শুক্রবার বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক বন্ধ থাকায় ওই শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বরসহ বেশকিছু তথ্য দেয়া সম্ভব হয়নি। শনিবার একাডেমিক শাখা থেকে ওই তথ্যগুলো সংগ্রহ করে তাদেরকে দেয়া হবে। মোবাইল ফোনটি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থী ফুলপরী খাতুনকে র‍্যাগিংয়ের নামে নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় যে মোবাইল ফোনে, সেই ফোনটি এখনও পাওয়া যায়নি। মেলেনি দেশরত্ন শেখ হাসিনা হলের ওই সময়ের সিসিটিভি ফুটেজও।

ছাত্রলীগ কর্মী হালিমা খাতুন উর্মীর ফোনে ভিডিওটি আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেছেন, ‘মোবাইল ফোন শয়তানি করে পানিতে ফেলে দিলে কীভাবে উদ্ধার হবে।’

ওই ফোনটি উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। পুলিশ জানিয়েছে, হারানো মাল যে প্রক্রিয়ায় উদ্ধার করা যায় সেভাবে চেষ্টা করছেন তারা। সিসিটিভি ফুটেজও উদ্ধারের চেষ্টা হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ করেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

পরে আইনজীবী গাজী মো. মুহসীনের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতির রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। এরপর মোট চারটি তদন্ত কমিটির প্রতিবেদনে নির্যাতনের প্রমাণ মেলে। পরে উচ্চ আদালত নির্যাতনকারী ৫ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, ফুলপরীকে বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের হলে তুলে নিরাপত্তা দেয়া ও যে মোবাইল দিয়ে বিবস্ত্র ভিডিও ধারণ করা হয়েছিল তা খুঁজে বের করে ফুটেজ মুছে ফেলার আদেশ দেয়।

এরই পরিপ্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠক হয়। সেখানে নির্যাতনকারী ৫ শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, কর্মী তাবাসসুম ইসলাম, হালিমা খাতুন উর্মি, ইসরাত জাহান মিম ও মোয়াবিয়া জাহানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘নির্যাতনের ঘটনায় ওই শিক্ষার্থীদের কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিধিবিধান অনুসরণ করে চূড়ান্ত ব্যবস্থা নেয়ার জন্যই এ নোটিশ দেয়া হয়েছে। ১৫ মার্চের মধ্যে তারা জবাব দিলে পরবর্তী ছাত্র শৃঙ্খলা মিটিংয়ে উপস্থাপন করা হবে।’

প্রক্টর বলেন, ‘আমরা গত ৬ মার্চ উচ্চ আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনার কপি হাতে পেয়েছি। এরপর তাতে যে নির্দেশনাগুলো দেয়া আছে সবগুলো পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা হয়েছে। গত ৭ মার্চ মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবি থানার ওসি বরাবর লিখিত চিঠি দেয়া হয়েছে।

‘পরে থানা থেকে ওই শিক্ষার্থীর বেশকিছু তথ্য চাওয়া হয়। কিন্তু ৮ তারিখ শবে বরাতের ছুটি এবং বৃহস্পতি ও শুক্রবার বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক বন্ধ থাকায় ওই শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বরসহ বেশকিছু তথ্য দেয়া সম্ভব হয়নি। শনিবার একাডেমিক শাখা থেকে ওই তথ্যগুলো সংগ্রহ করে তাদেরকে দেয়া হবে। মোবাইল ফোনটি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।’
উদ্ধার হয়নি বিবস্ত্র করে ভিডিও ধারণের ফোন, মেলেনি সিসিটিভির ফুটেজও
নির্যাতনের শিকার ফুলপরী খাতুন। ফাইল ছবি

এ নিয়ে রিটকারী আইনজীবী গাজী মো. মুহসীন জানান, তদন্ত প্রতিবেদনে নির্যাতনের প্রমাণ মিলেছে। সেই সঙ্গে ভুক্তভোগীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন এটারও প্রমাণ মেলে। ভিডিও ফুটেজটি চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হালিমা আক্তার উর্মীর ফোনে করা হয় বলে জানা যায়। এখন পর্যন্ত সেই ভিডিও ফুটেজ এবং মোবাইল ফোন উদ্ধার হয়নি। সেজন্য হাইকোর্ট থেকে উর্মীর মোবাইলের ফুটেজ উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। ’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।