ইবি প্রতিনিধি,২ মার্চ ২০২৩: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের নির্যাতনের শিকার ছাত্রী ফুলপরী খাতুন অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন। তা ছাড়া আইনের আওতায় এনে সাজা নিশ্চিত করতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন। মামলা করার জন্য ইতোমধ্যে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছেন ফুলপরী।
আরো পড়ুন: ইবিতে ছাত্রী নির্যাতনের তদন্ত প্রতিবেদন জমা, যাবে হাইকোর্টে
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে মামলা করার বিষয়ে পরামর্শ করতে কুষ্টিয়া আদালত চত্বরে আইনজীবী পিএম সিরাজুল ইসলামের কক্ষে আসেন ফুলপরী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
ফুলপরী বলেন, ‘আমি চাই তাদের (অভিযুক্তরা) ছাত্রত্ব বাতিল হোক। তাদের মতো ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে থাকার অধিকার নেই। আমার সঙ্গে তারা (অভিযুক্তরা) যা করেছে, এটা ফৌজদারি অপরাধ। আমি এজন্য মামলা করতে চাই। দ্রুত সময়ের মধ্যে আমি মামলা করব। যাতে আর কখনও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা না ঘটে। সেজন্য আমি তাদের সর্বোচ্চ শাস্তি আশা করছি।’