ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ দাবি মাদ্রাসা শিক্ষক সমিতির

Image

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে প্রাইমারির মতো জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।

প্রেসক্লাবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ কাজী ফয়েজুর রহমান। সঞ্চালনা করেন মহাসচিব কাজী মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আল্লামা শায়েখ খন্দকার গোলাম মাওলা নকশাবন্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন।

সভায় কয়েকটি দাবি তোলা হয়। দাবিগুলো হলো-
প্রাইমারির মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা মুজিববর্ষে মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণ ঘোষণা। কোডবিহীন মাদ্রাসাগুলোকে বোর্ড কর্তৃক কোড নম্বর অন্তর্ভুক্ত করতে হবে। ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করতে হবে। অফিস সহায়ক নিয়োগ। শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আসবাবপত্রসহ ভবন নির্মাণ। মাদ্রাসার স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করতে হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।