ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্পে শতাধিক মৃত্যু : ধ্বংসস্তূপে আটকা পড়েছে বহুলোক

ডেস্ক : ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ৯৭ জন মারা গেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, সুমাত্রা উপক‚লের উত্তর-পূর্বাঞ্চলে স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৬.৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। এতে বহু ভবন ধসে পড়ে। দেড় লাখ জনসংখ্যার শহরটি ইট-পাথরের ধ্বংসস্ত‚পে পরিণত হয় এক মুহূর্তে। ধ্বংসস্ত‚পের নিচে এখনো বহুলোক আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেলিভিশনের লাইভ ইন্টারভিউতে আচেহ প্রদেশের সামরিক প্রধান তাতাং সুলায়মান বলেন, এখন পর্যন্ত ৯৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সংখ্যাটি আগামীতে বাড়বে আরো। এ ছাড়া আহত হয়েছে আরো সহ¯্রাধিক লোক। ২০০৪ সালে আচেহ উপক‚লের অদূরে সাগরতলে ভূকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে কেবল ইন্দোনেশিয়াতেই ১ লাখ ৬০ হাজারের বেশি লোক মারা যায়। তবে গতকালের ভূমিকম্পের পরিণতিতে কোনো সুনামি সৃষ্টির ঘটনা ঘটেনি।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র জানান, ভূকম্পের আঘাতে ১৫টি মসজিদসহ ২ শতাধিক দোকানপাট এবং আবাসিক ভবন ধ্বংস হয়েছে। একটি হাসপাতাল এবং স্কুলভবনও ক্ষতিগ্রস্ত হয় এ সময়। এখনো অনেক লোক ধসে পড়া এসব ভবনের নিচে আটকা পড়ে আছে। হাজার হাজার উদ্ধারকর্মী ও সেনাবাহিনীর সহযোগিতায় অনুসন্ধানের পাশাপাশি চলেছে উদ্ধার তৎপরতা। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সর্বাধিক ক্ষতিগ্রস্ত পিডি জায়া জেলার উপপ্রধান সাঈদ মুলাদি। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের জায়গা কুলাচ্ছে না। নিহতের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি কাজে লাগানো হচ্ছে। তবে এতে আরো লোক প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান পুতে মানাফ। যেহেতু এ মুহূর্তে নিজেদের পরিবারের বিপদ সামাল দিতেই ব্যস্ত হয়ে পড়েছেন অনেক নিয়মিত উদ্ধারকর্মী। উপক‚লীয় এলাকায় সৃষ্ট ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে ১১০ কিলোমিটার দূরবর্তী প্রাদেশিক রাজধানী বান্দা আচেহ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে ঠাঁই নেয় আশ্রয়কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত অপর শহর মুরেদুর বাসিন্দা মাসুম আজিজ বার্তা সংস্থা এপির কাছে বলেন, ভয়ঙ্কর আঘাত ছিল এটা। ২০০৪ সালের চেয়ে শক্তিশালী। যে কোনো সময় সুনামি ধেয়ে আসতে পারে বলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি আমি।

ভূগাঠনিকভাবে, রিং অব ফায়ারের উপর অবস্থিত হওয়ার কারণে ইন্দোনেশিয়া এমনিতেই কিছুটা ভূমিকম্পপ্রবণ এলাকা। চলতিবছর এর আগেও একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে সুমাত্রা দ্বীপে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।