যুদ্ধের ভয়ে পিছু হঠবে না ভারত, পাকিস্তানকে হুঁশিয়ারি মনোহর পরিকারের

নয়াদিল্লী::  পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর৷ বললেন, ভারত সবসময় শান্তির পক্ষে৷ কিন্তু যুদ্ধের ভয়ে জাতীয় সুরক্ষার সঙ্গে সমঝোতা করবে, এতটা ভিতুও নয়৷

পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষামন্ত্রীর গলায় এমন চড়া সুর সাম্প্রতিক কালে শোনা যায়নি বলেই অভিমত রাজনৈতিক মহলের৷

বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে পারিকর বলেন, “আমরা নিঃসন্দেহে শান্তির পক্ষে৷ ইতিহাস সাক্ষী, ভারত কখনই যুদ্ধ চায়নি৷ কিন্তু যুদ্ধকে যাঁরা ভয় পায় তাঁরা ভিতু, কাপুরুষ৷ আমি নিজেকে সেই দলে ফেলতে চাইনা৷”

তিনি আরও জানিয়েছেন, দেশের প্রতিরক্ষাই তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়৷ দেশের সেনাবাহিনীর জন্য সর্বাধুনিক প্রযুক্তি, সমরাস্ত্রের পক্ষেও জোরাল সওয়াল করেন পারিকর৷

তবে ভারত যুদ্ধের বিরুদ্ধে কারণ, যুদ্ধ বাঁধলে ভারতীয় জওয়ানও শহিদ হবেন৷ তাঁর কথায়, “যুদ্ধ হলে বিপক্ষের প্রচুর ক্ষতি হলেও ভারতীয় জওয়ানও মারা পড়বেন৷ প্রাণহানি কেউই চায় না৷”

পাশাপাশি, পাকিস্তানের মাটিতে ঢুকে শত্রুঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার যাবতীয় কৃতিত্ব দেশের বীর জওয়ানদের দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী৷ তিনি বলেন, “আমি শুধু সিদ্ধান্ত নিয়েছি৷

যাঁরা বাস্তবে অসমসাহসী ওই অভিযানকে সফল করেছেন, প্রকৃত কৃতিত্ব তাঁদেরই৷” পাকিস্তানের তরফে থেকে বারবার সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন পারিকর৷

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।