ইউনিফর্ম পরে এসএসসিতে বসতে হবে পরীক্ষার্থীদের

৩২ হাজার নতুন শিক্ষকের যোগদান

ডেস্ক,২৮ এপ্রিল ২০২৩: আগামী রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। ২০ লাখ ৭১ হাজারের বেশি পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। প্রচলিত নিয়মে স্কুলের নির্ধারিত পোষাক বা ইউনিফর্ম পরে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের।

আর কোনো স্কুলের নির্ধারিত স্কুল ইউনিফর্ম না থাকলে মার্জিত পোশাক পরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়েছে পরীক্ষার্থীদের।

আরো পড়ুন: কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা উপবৃত্তি পাবেন না

ইউনিফর্ম পরে এসএসসি পরীক্ষার হলে পরীক্ষার্থীদের আসতে বলে ইতোমধ্যে লিখিত নির্দেশনা জারি করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন এসএসসি পরীক্ষার্থীকে তাদের বিদ্যালয়ের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। কোনো বিদ্যালয়ের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) না থাকলে সেই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মার্জিত পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।

এ বিষয়ে পরীক্ষার্থী, প্রধান শিক্ষক, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে অনুরোধ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।