আত্মহত্যার হুমকি দেওয়া সেই রাবি শিক্ষার্থীর ওপর হামলা

তারিকুল, ru---2_29210রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনে সক্রিয় এক শিক্ষার্থীর ওপর হামলা করেছে মুখোশধারীরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পিছনে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও বেধড়ক মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা।

আহত সাজু সরদার বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন সমকাল নাট্যচক্রের সদস্য।

এর আগে, গত ৯ মার্চ সাতক্ষীরার পাথরঘাটায় তার গ্রামের বাড়ি যায় পুলিশ। ওই সময় তার বাবা-মাকে হয়রানি ও তাকে ক্যাম্পাসে ফিরতে নিষেধ করা হয়। এতে করে ওই দিন আত্মহত্যার হুমকি দিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস লিখেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি শিবু চন্দ্র অধিকারী জানান, সাজু বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের পিছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, সে সামান্য আহত হয়েছে বলে শুনেছি। আমি বিস্তারিত এখনো জানি না।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।