অবসরের ইঙ্গিত দিলেন ‘ভারতের মেসি’ সুনীল ছেত্রী

Image

নিজস্ব প্রতিবেদক,০৪ জুন ২০২২:

আন্তর্জাতিক গোলসংখ্যায় গত বছর আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় এখন অবশ্য মেসির চেয়ে একধাপ পেছনে ষষ্ঠ অবস্থানে আছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই তার ফুটবল থেকে অবসরের গুঞ্জন শোনা যাচ্ছে, এবার ভারতের এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচের আগে তিনি নিজেই সেই গুঞ্জন আরও উসকে দিলেন।

সম্প্রতি সভাপতি প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে ভারতের সুপ্রিম কোর্ট তিন সদস্যের কমিটি (সিওএ) গড়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালনার জন্য। অনেকেরই আশঙ্কা, এর ফলে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত।  আগামী বুধবার (৮ জুন) কম্বোডিয়ার বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে কথা বোলার সময় নিজের অবসরের সম্ভাবনার কথাও জানিয়ে দেন ভারতীয় অধিনায়ক, ‘এই খবরটা (নিষেধাজ্ঞার কথা) শোনার পরে আমিও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, এ রকম কিছু হলে দেশ জুড়ে চরম অস্থিরতা সৃষ্টি হত। তা ছাড়া আমার বয়স এখন ৩৭। জানি না, আর কত দিন খেলতে পারব। এটাই আমার শেষ ম্যাচ হবে কি না, তা-ও জানি না।’

তবে ৩৭ বছর বয়সী ছেত্রী আশা করছেন, ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়বে না ভারত, ‘আমার সামান্য জ্ঞান দিয়ে যা বুঝেছি, চিন্তিত হওয়ার কারণ নেই। আশা করছি, ফিফা নির্বাসিত করবে না। সব কিছু নিয়ন্ত্রণেই রয়েছে।’

অবসরের পর কোচিং করাবেন নাকি ফুটবলের প্রশাসনিক পর্যায়ে দেখা যাবে তাকে, সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন অন্য দুনিয়ায় হারিয়ে যান সুনীল, ‘আমার ইচ্ছে জঙ্গলের মধ্যে একটা বাড়ি বানাব। কোলাহল, মোবাইল ফোন থেকে অনেক দূরে থাকতে চাই। প্রচুর বই পড়ব। জীবনকে উপভোগ করব। আর আত্মজীবনী লিখব।’

ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ হতে, এমন কানাঘুষা চলছে। বায়োপিক প্রসঙ্গে সুনীল বললেন, ‘অনেকেই আমার বায়োপিক করতে আগ্রহ দেখিয়েছেন। কিন্তু আমি খুব একটা উৎসাহী নই। আমার ইচ্ছে আত্মজীবনী লেখার। তবে সেটা ফুটবল ছাড়ার পরেই।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।