অবশেষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ

এস বাঙালী : নানা জটিলতা আর শিক্ষার্থীদের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম মেধা তালিকা। সোমবার রাত ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।

(www.xiclassadmission.gov.bd) ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে। একই সঙ্গে আবেদনের সঙ্গে দেয়া মোবাইল নম্বরেও ফলাফল পাঠানো হবে।

বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে (আইআইসিটি) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব বলেন, ‘একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করেছিল ১১ লাখ ৫৬ হাজার ২২৪ শিক্ষার্থী। তারা মোট ৩০ লাখ ৭৬ হাজার ৭৭৩টি আবেদন করেছিল। এরা এক থেকে পাঁচটি কলেজে আবেদন করেছিল। এদের মধ্যে প্রথম মেধাতালিকায় নাম এসেছে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ শিক্ষার্থীর। এদের জন্য একটি করে কলেজ নির্দিষ্ট করা হয়েছে। বাকিরা দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর কলেজে ভর্তি হবে।’

তিনি বলেন, ‘আমরা রোববার রাত সাড়ে ১১টার সময় ওয়েবসাইটে ফলাফল আপলোড করেছি। এরপর এক ঘণ্টা আমরা নানা পরীক্ষা-নীরিক্ষা করে তারপর সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবাই একসঙ্গে ওয়েবসাইটে না ঢুকে ধীরে সুস্থে প্রবেশ করুন। প্রয়োজনে সেহরি খেয়ে তারপর আরাম করে ফলাফল দেখুন। তাছাড়া আবেদনের সঙ্গে দেয়া মোবাইল নম্বরেও ফলাফল পাঠানো হবে।’

এদিকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন, সোমবার (২৯ জুন) থেকে ২ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার আগেই পূর্বঘোষিত ১ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। অর্থাৎ পহেলা জুলাইয়ের আগে যারা ভর্তি কার্যক্রম শেষ করবেন, তারা নতুন ক্লাসে বসবেন। এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

প্রসঙ্গত, গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়। ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সারাদেশে কলেজে ভর্তির জন্য আবেদন করে ১১ লাখ ৫৬ হাজার ৩৭৪ শিক্ষার্থী।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।