১৭ ও ২৪ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অফিস আদেশ জারি

Image

১৭ ও ২৪ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই দিনের প্রজ্ঞাপনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াহিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি থাকবে।

এই ছুটির সমন্বয়ে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৭ মে ও ২৪ মে (শনিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহও খোলা থাকবে।

প্রজ্ঞাপনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, এনসিটিবি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাপ্তাহিক ছুটির এই দুই দিন একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়।

আজ ১৪ মে মাউশি অধিদপ্তর জন প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের ঈদুল আজহার ছুটি সংক্রান্ত আদেশের কপি সংযুক্ত করে অধিদপ্তরাধীন সব শিক্ষা অফিস ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠিয়েছে। এতে সই করেছেন মাউশি অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খালিদ হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির একজন কর্মকর্তা  বলেন, ১৭ ও ২৪ মে স্কুল-কলেজ খোলা রাখার আদেশের খবর চাউর হলে শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তাই সবার কাছে খোলাসা রাখতে অধিদপ্তর সরকারের সিদ্ধান্তের খবরটি অফিস আদেশ হিসেবে জারি করেছে। এখনও ওই দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে আর কোনো অষ্পষ্টতা রইলো না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।