শেকৃবিতে আন্তর্জাতিক মানের ভেটেরিনারি টিচিং হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

Image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ আন্তর্জাতিক মানের ভেটেরিনারি টিচিং হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে ভেটেরিনারি টিচিং হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন শেকৃবির ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুল হক কাজল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. লাম-ইয়া-আসাদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ভেটেরিনারি টিচিং হাসপাতালের ইনচার্জ, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উদয় কুমার মহন্ত, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মো. আজিজুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।