ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

Image

অস্ট্রেলিয়ার হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে পুরোপুরি মনোযোগী হতে চান।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য), বিগ ব্যাশ লিগ এবং অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতিকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিযেছেন ম্যাক্সওয়েল।

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে ম্যাচে অংশ নেন।

৪টি শতক ও ২৩টি অর্ধশতকে ম্যাক্সওয়েল করেছেন ৩৯৯০ রান। স্ট্রাইক রেট ১২৬—ওয়ানডে ইতিহাসে আন্দ্রে রাসেলের পর দ্বিতীয় সর্বোচ্চ। বোলিংয়েও অবদান রেখেছেন ৭৭টি উইকেট নিয়ে।

২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার ২০১ রানের ইনিংসটি আজও ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।