শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

এরপর তা নোটিশ বোর্ডে উন্মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে।

প্রশাসন সূত্রে জানা যায়, মূল মেধাতালিকা থেকে ভর্তি ২০ ও ২১ ডিসেম্বর এবং ক্লাস শুরু হবে ২ জানুয়ারি থেকে। মেধা ও অপেক্ষামাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনুষদভিত্তিক অপশন পূরণ করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় এককভাবে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৩। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়েছে। অপেক্ষামাণ তালিকা থেকে ভর্তি করা হবে ২৬ ডিসেম্বর। অটোমাইগ্রেশন ফলাফলসহ অপেক্ষমাণ তালিকা ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে জানা যাবে।

উল্লেখ্য, চারটি অনুষদে ৬৮২টি আসনের বিপরীতে ৩৮ হাজার ১৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে গড়ে ৫৬ জন ভর্তিযুদ্ধে অংশ নেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।