যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৬ ও ৭ নভেম্বর

jsuবাপ্পী অধিকারী , যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে   ৬ ও ৭ নভেম্বর ভর্তি পরীক্ষা ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।এক নজরে ১১টি কেন্দ্রর আসন বিন্যাস যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি
পরীক্ষা ২০১৬-১৭
কেন্দ্র ০১ (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, যশোর)
ইউনিট রোল নাম্বার
A A000001-A002400
B. B000001-B002400
C. C000001-C002400
D. D000001-D002400
E. E000001-E000800
F. F000001-F002400
কেন্দ্র ০২ ( সরকারী এম এম কলেজ,যশোর)
ইউনিট রোল নাম্বার
A A002401-A005850
B. B002401-B005850
C. C002401-C005850
কেন্দ্র ০৩ ( ক্যান্টনমেন্ট কলেজ, যশোর)
ইউনিট রোল নাম্বার
A A005851-A008250
B. B005851-B008250
C. C005851-C008250
কেন্দ্র ০৪ (ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল
কলেজ,যশোর)
ইউনিট রোল নাম্বার
A A008251-A009500
B. B008251-B009500
D. D008251-D003650
কেন্দ্র ০৫ (যশোর সরকারী সিটি
কলেজ,যশোর)
ইউনিট রোল নাম্বার
A A009501-A010750
B. B009501-B010750
কেন্দ্র ০৬ (যশোর সরকারী মহিলা
কলেজ,যশোর)
ইউনিট রোল নাম্বার
A A010751-A011850
B. B010751-B011850
কেন্দ্র ০৭ (যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল
এন্ড কলেজ,যশোর)
ইউনিট রোল নাম্বার
A A011851-A012950
B. B011851-B012950
কেন্দ্র ০৮ (কাজী নজরুল ইসলাম কলেজ
বারীনগর,যশোর)
ইউনিট রোল নাম্বার
A A012951-A013950
কেন্দ্র ০৯ (উপশহর মহিলা ডিগ্রী
কলেজ,যশোর)
ইউনিট রোল নাম্বার
A A013951-A014450
কেন্দ্র ১০ (উপশহর কলেজ,উপশহর, যশোর)
ইউনিট রোল নাম্বার
A A014451-A014950
কেন্দ্র ১১ (যশোর কলেজ,যশোর।)
ইউনিট রোল নাম্বার
A A014951-A015500
যবিপ্রবি ক্যাম্পাস, সুদীপ্ত পাল

আগামী ২০ সেপ্টেম্বর হতে ২২ অক্টোবর রাত ১২টার মধ্যে (যেকোনো সময়) অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.just.edu.bd) পাওয়া যাবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হায়াতুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১৮ টি বিভাগের সঙ্গে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আরো নতুন দুটি বিভাগ চালু হচ্ছে। বিভাগ দুটি হচ্ছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নার্সিং সায়েন্স বিভাগ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।