বয়স লুকিয়ে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ : নাগেশ্বরীতে শিক্ষক-কর্মচারীসহ ১৩ জনের কারাদণ্ড

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে বয়স লুকিয়ে জেডিসি পরীক্ষায় অংশ নেয়ায় ৯ জন পরীক্ষার্থী ও তাদের সহযোগিতা করায় অধ্যক্ষ, সহকারী শিক্ষক, কর্মচারীসহ ১৩ জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা গেছে, পশ্চিম পায়রাডাঙ্গা আলিম মাদ্রাসায় পাসের হার বাড়াতে ওই প্রতিষ্ঠানের দাখিল-আলিম শ্রেণির ৯ জন শিক্ষার্থীদের দিয়ে পুনরায় ফরম পূরণ করে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করায়।

গত বুধবার পরীক্ষার দ্বিতীয় দিনে নাগেশ্বরী কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে রবিউল আউয়াল (রোল নং-২৩৩৫১০), উমর ফারুক (রোল নং-২৩৩৫১২), হাবিবুর রহমান (রোল নং-২৩৩৫১৩), ফরিদুল ইসলাম (রোল নং-২৩৩৫১৪), মোখলেছুর রহমান (রোল নং-২৩৩৫১৫), আল আমিন (রোল নং-২৩৩৫২১), আল আমিন (রোল নং-২৩৩৫১৭) আকাইদ ফিকাহ বিষয়ে পরীক্ষা দিতে এলে সন্দেহ হওয়ায় কেন্দ্র সচিব গোপালপুর পীরবাড়ী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আব্দুল হাকিম ও মাধ্যমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম তাদের আটক করেন। এ সময় জাকারিয়া হোসেন (রোল নং-২৩৩৫১১), মনছুর আলী (রোল নং-২৩৩৫১৮) পালিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে ওই মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক জামায়াত নেতা আব্দুল মান্নান, অফিস সহকারী আব্দুল করিম, এমএলএসএস আশরাফুল আলম কেন্দ্র থেকে সটকে পড়ে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আবু হায়াত মো. রহমতুল্লাহ আটক ৭ পরীক্ষার্থী, অধ্যক্ষ রহমতুল্লাহ ইকবাল, সহকারী মৌলভী শিক্ষক জামায়াত নেতা আব্দুল মান্নান, অফিস সহকারী আব্দুল করিম, এমএলএসএস আশরাফুল আলম, পরীক্ষার্থী জাকারিয়া হোসেন, মনছুর আলীকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।