মুক্তিযুদ্ধের বাইরে কোন ভ্রান্ত আদর্শে না জড়ানোর আহ্বান ছাত্রলীগ সভাপতির

নিজস্ব প্রতিবেদক: মেডিক্যাল শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী প্রচারণায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজে সংগঠনের এক কর্মী সভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার জীবনাদর্শ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। ছাত্রলীগের কার্যক্রম গতিশীল রাখতে হবে, যেন কোন ভ্রান্ত কাউন্টার আইডিওলজির খপ্পরে পড়ে কোমলমতী মেধাবী শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমে জড়াতে না পারে।

সাম্প্রতিক সময়ে ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন মেডিক্যাল কলেজে ছাত্রলীগের কার্যক্রম অন্য যেকোন সময়ের চেয়ে বেশ প্রসারিত হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার এ মেডিক্যাল কলেজে কমিটি ঘোষণার আগে কর্মীসভা অনুষ্ঠিত হল।

13682486 1263063717038628 1990151865 o%20%281%29

ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল,  মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।

তারা ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবীত হতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

13718601 285552975131014 7056320495547156644 n

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সহ সভাপতি ডা. তোফাজ্জেল হক চয়নও কর্মী সভায় বক্তব্য রাখেন।

প্রধান বক্তার বক্তব্যে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জঙ্গিবাদবিরোধী প্রচারণার কাজ আজকে ছাত্রলীগকে নিতে হবে। মেডিক্যাল শিক্ষার্থীদের সে সুযোগ অন্যদের চেয়ে অনেক বেশি। চিকিৎসা সেবার কল্যাণে জনগণের সঙ্গে যে সময়টুকু দিবেন সম্ভব হলে তখন জঙ্গিবাদবিরোধী মটিভেশনও করতে পারেন।

ছাত্রলীগের সহসভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন বলেন, মেডিক্যালের শিক্ষার্থীরা আজ মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ। দেশবিরোধী যেকোন চক্রান্তের বিরুদ্ধে আজ মেডিক্যালের শিক্ষার্থীরা সোচ্চার।

কর্মীসভায় ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, আনোয়ার হোসেন আনু, সাকিব হাসান সুইম।

শুরুতে ২০০৯ সালের ৩০ মার্চ মধ্যরাতে প্রতিপক্ষের হাতে নির্মমভাবে শহীদ হওয়া ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আসাদ রাজীবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মীসভার শুরুতেও নিহত রাজীবের সম্মানে নীরবতা পালন করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।