দামুড়হুদায় প্রাথমিক সমাপনীতে প্রথম দিনে ঝড়ে পড়ল ১৪৪ শিক্ষার্থী

chuadanga-psc-pic20-11দামুড়হুদা প্রতিনিধি ॥ দামুড়হুদা উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১৬টিসহ কিন্ডারগার্টেন মোট প্রাথমিক সমাপনি পরীক্ষার্থীর সংখ্যা ৪৮৩৮ জন তার মধ্যে প্রথম দিনে ঝরে পড়লো ৫০ জন। অন্যদিকে ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৬৪৬ যার মধ্যে ঝড়ে পড়ল ৯০ জন।
দামুড়হুদা উপজেলার ১৫টি কেন্দ্রে দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষার ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিঞ্চুপুর কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩৫৬ জন তার মধ্যে ছাত্র ১৭১, ছাত্রী ১৮৫। কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩২৬, ছাত্র ১৩৩, ছাত্রী ১৯৩, । দামড়–হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৫১৬ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থী ৫৫ জন। এছাড়া নতিপোতা মাধ্যমিক কেন্দ্রে ৩২০ জন, নাটুদাহ মাধ্যমিক কেন্দ্রে ২৮৭, কার্পাসডাঙ্গা মাধ্যমিক কেন্দ্রে ৪৮৮ জন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩৪৬, কুড়–লগাছী মাধ্যমিক বিদ্যালয়ে ২৪৪ জন, কুড়–লদাখিল মাদ্রাসা ২১৩ জন মদনা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৭২ জন, লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৭২ জন,জয়রামপুর সপ্রাবি ২৪৬ জন, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২১৯ জন,দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ে ২৬৪ জন, দঃ চাদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৬৯ জন ।
পাবলিক পরীক্ষার দামুড়হুদা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা কেন্দ্র সচিব নজরুল ইসলাম ও  হল সুপার স্বরুপ দাস।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।