জাতীয় পরিচয়পত্র ছাড়া বিসিএস নয়

অনলাইন রিপোর্টার ॥ জাতীয় পরিচয়পত্র ছাড়া এখন থেকে কেউ আর বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন না। ৩৮তম বিসিএস থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে বলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, ৩৮তম বিসিএসের অনলাইনে আবেদন করতে বাধ্যতামূলকভাবে এনআইডি নম্বর লাগবে। কারও এনআইডি না থাকলে তিনি পরীক্ষায় আবেদন করতে পারবেন না।

কারো এনআইডি না থাকলে কি হবে- এমন প্রশ্নে সাদিক বলেন, ‘যার এনআইডি নেই আমি তার পরীক্ষা নিতে পারবো না। দুই হাজার একশ পদে নিয়োগ দিতে এ মাসেই ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানিয়ে সাদিক বলেন, ৩৮তম বিসিএস থেকেই পরীক্ষার্থীরা বাংলা ও ইংরেজিতে উত্তর দেওয়ার সুযোগ পাবেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।